সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীতে গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিমুদ্দিন মোড়ের মিজানুরের দোকান হতে চরজাজুরিয়া মোল্যা পাড়া জামে মসজিদ হয়ে মুন্নাফের বাড়ি পর্যন্ত রাস্তার এইচবিবি করণ এবং ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া হাজীপাড়া জামে মসজিদ পর্যন্ত  সংলগ্ন গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 

গত মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হেরিং বোনবন্ড (এইচবিবি) করণ কাজের চুক্তি মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে  এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জে-৫ আসনের এমপি   আব্দুল মমিন মণ্ডল ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন  সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আ.লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, সাবেক সভাপতি হজরত আলী মাস্টার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও মোহাম্মদ মজনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ  সাইফুল ইসলাম।

টিএইচ