বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

চৌহালীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তার আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল প্রাপ্ত বরাদ্দ হতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শীতার্ত, গরিব, দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার (২৪ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে খাষকাউলিয়া ইউনিয়নে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

এসময় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,  ট্যাগ অফিসার ও আনসার ও  ভিডিপির  আবুল বশির, ইউপি সচিব হাফিজুল ইসলাম, জাইকার কালীকৃষ্ণসহ ইউপি চেয়ারম্যান, মেম্বারগন উপস্থিত ছিলেন। এদিকে সরকারি বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন ইউএনও।

টিএইচ