সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাংচুর

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাংচুর

তীব্র তাপদাহের এবং সারাদিনের বিভিন্ন সময় দীর্ঘ লোডশেডিংয়ের কারণে গত রোববার ইফতারের পরে ছাগলনাইয়া উপজেলার শতশত বিক্ষুব্ধ জনগণ মিছিল নিয়ে এসে ফেনী পল্লী বিদ্যুতের ছাগলনাইয়া জোনাল অফিসে গিয়ে হামলা করে। 

এসময় বিক্ষুব্ধ জনগণ অফিসের মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে। নব নির্মিত এই অফিসের শতাধিক জানালার গ্লাস ভেঙে ফেলে এবং অফিসের ভিতরে বিভিন্ন ফাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র, চেয়ার টেবিল, এসিসহ বিভিন্ন স্থাপনা নষ্ট করেছে। উপজেলায় দীর্ঘক্ষণ বিদ্যুতের অনিয়ন্ত্রিত লোডশেডিং হওয়াতে ও তীব্র তাপদাহের কারণে জনগণ অতিষ্ঠ হয়ে এই হামলা করেছে বলে জানান স্থানীয়রা।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টিএইচ