সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ছাগলনাইয়ায় তিন চেয়ারম্যানসহ চার প্রার্থীকে জরিমানা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ছাগলনাইয়ায় তিন চেয়ারম্যানসহ চার প্রার্থীকে জরিমানা

ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুককে (টেলিফোন) ১০ হাজার, মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারকে (কাপ-পিরিচ) ১০ হাজার, মো. আব্দুল হালিমকে (আনারস) ১০ হাজার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখাকে (কলস) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার কার্যক্রম পরিদর্শনে গিয়ে নানারকম আচরণবিধি লঙ্ঘনে দায়ে  ৪ প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

টিএইচ