বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

ছাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাতক উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলার ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ছাতক থানার  সেকেন্ড অফিসার এসআই মো. আব্দুস ছাত্তার জানান, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন ছাতক থানার মামলার সন্দিগ্ধ আসামি।

ছাতক থানার পুলিশ পরিদর্শক, জাউয়াবাজার পুলিশ তদন্ত  কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মো. আব্দুল কবিরের নেতৃত্বে এসআই কামাল উদ্দিন, এসআই সঞ্জয় দত্ত, এএসআই রাসেল আহমদ, এএসআই সোলায়মান কবির অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গত বুধবার রাতে নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ