শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে বরিশালে স্মরণসভা

বরিশাল ব্যুরো  

ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে বরিশালে স্মরণসভা

বরিশালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা করেছে বরিশাল জেলা প্রশাসন। 

শনিবার (৭ ডিসেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয়।

বরিশাল জেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার। স্মরণসভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার, অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বরিশাল ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ, জেলা পুলিশ অতিরিক্ত সুপার আলাউল হাসান, বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

স্মরণসভায় ৩০ শহীদের পরিবারের সদস্য ও ১০২ জন আন্দোলনে আহত ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে আহতদের ১০০০ টাকা করে আর্থিক অনুদান এবং নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেয়া হয়। এছাড়াও জুলাই বিপ্লবে বরিশাল জেলায় আহত ও নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় জেলা প্রশাসন। 

স্মরণসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সবার দায়িত্ব। 

টিএইচ