বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাফিজুলের চিকিৎসার সহায়তা করে ভান্ডারিয়া বিএনপি

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাফিজুলের চিকিৎসার সহায়তা করে ভান্ডারিয়া বিএনপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত হাফিজুল ইসলামের চিকিৎসার জন্য পরিবারকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির  পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

গত রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামের ফোরকান জোমাদ্দারের ছেলে হাফিজুল ইসলামের বাড়িতে পিতা মাতাকে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এসময় বিএনপির এ নেতা ভবিষ্যতে চিকিৎসার যাবতীয় খরচ বহন করার আশ্বাস প্রদান করেন।

 হাফিজুল ইসলামের পিতা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল এলাকায় পুলিশের গুলিতে আহত হন  তার ছেলে। বর্তমানে তার ছেলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। পিতা  পেশায়  একজন অটোচালক তার  পক্ষে চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়ছে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, মো. নজরুল ইসলাম তোহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

পরে উপজেলার  গৌরিপুর ও ভিটাবাড়িয়া ২টি ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

টিএইচ