রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে জেলা পরিষদের চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি

ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে জেলা পরিষদের চেক বিতরণ

গাজীপুর জেলা পরিষদ কর্তৃক জেলা পরিষদ কার্যালয়ে জুলাই আগস্ট সালের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুথানে শহীদ পরিবারের দুই শহীদ পরিবারকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক লাখ টাকা করে দুই পরিবারকে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এ সময় তিনি বলেন আপনারা আপনাদের যে সদস্যকে হারিয়েছেন তাদের আর ফিরে পাবেন না। তবে জেলা পরিষদ থেকে যে এক লাখ টাকা প্রদান করলাম তা দিয়ে বাকি সদস্যরা যেন ভাল থাকেন সেই চিন্তায় এ টাকা প্রদান করা।

এসময় শহীদ পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর নিকট শহীদের স্মৃতিচারণসহ শহীদ পরিবারের অনেক সমস্যার কথা তুলে ধরেন। শহীদ  দুই সদস্য হলেন মো. জাকির হোসেন, এম এম হোসেন।

টিএইচ