শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

ছাত্র আন্দোলনে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করলেন ইউএনও

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

ছাত্র আন্দোলনে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করলেন ইউএনও

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ইউএনও এস এম তারেক সুলতান সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের গুলিশাখালী বাজার সংলগ্ন শহীদ মাহফুজুর রহমানের বাবা, শহীদ পরিবারের সদস্যরা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ মাহফুজুর রহমানের রুহের মাগফেরাত কামনায়  কবর জিয়ারত শেষে স্থানীয় মসজিদের মুসল্লী ও সুধীজনের উপস্থিতিতে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ খতিব ফয়সাল আহমেদ।  

এ সময় শহীদ মাহফুজুর রহমানের বাবা মো. আব্দুল মান্নান ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ইউএনও শহীদ  মাহফুজের বাবাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মিরপুর আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান  ১৯ জুলাই  পুলিশের গুলিতে শহীদ হন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আব্দুল্লাহ আল জাবের, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম,  বাংলাদেশ জামায়াতে ইসলাম মোরেলগঞ্জ উপজেলা শাখার  আমির মাওলানা  মো. শাহাদাত হোসাইন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, মতিউর রহমান বাচ্চু, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, আব্বাস উদ্দিন প্রমুখ। 

টিএইচ