সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।  সোমবার (৩১ জুলাই) পৌরসভা অডিটরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মো. আক্তার হোসেন। 

বাজেট ঘোষণাকালে পৌরমেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা পৌরসভা প্রতিষ্ঠায় প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও  প্রথম শ্রেণিতে উন্নীতসহ সার্বিক সহযোগিতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ পৌরসভার সাবেক চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

মেয়র জানান, বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৩২ লাখ   টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। এ খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ কোটি ২০ লাখ  টাকা। এসময় মেয়র জানান, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। 

শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি। পাশাপাশি উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।  পৌরশহরের পানি নিষ্কাশনের জন্য জগন্নাথপুর বাসুদেব বাড়ি ও তহশিল অফিস সংলগ্ন স্থানে শিগগিরই ড্রেনেজ সুবিধা সৃষ্টি করা হবে। এছাড়া মশার উপদ্রব কমাতে মশক নিধন অভিযান ও পৌরশহরের ওয়ার্ডে ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এছাড়া  পৌরশহরে নলজুর নদীর তীরে বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে।

শুরুতেই পবিত্র  কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ইমাম আলী আহমদ। স্বাগত বক্তব্য ও গীতা পাঠ করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী। বক্তব্য রাখেন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিক মিয়া, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক আব্দৃল হাই, শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ দে, হিফজুর তালুকদার জিয়া। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার  ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন, সাংবাদিক আমিনুল হক সিপন, হুমায়ুন কবীর, আমিনুর রহমান জিলু, রোম্মান মিয়া প্রমুখ।

টিএইচ