সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক জয়নুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে। সে উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত আরির মিয়া পুত্র। 

গত মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার গোয়ালগাঁও এলাকায় আসামির বোনের বাড়ি থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের চতুর্থ শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা হয়। এরপর থেকে অভিযুক্ত জয়নুল পলাতক ছিল। 

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, এসআই মিজানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আসামি জয়নুলকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। 

টিএইচ