সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জগন্নাথপুরে মিষ্টি কুমড়া ও টমেটো চাষে ব্যাপক সাড়া

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুরে মিষ্টি কুমড়া ও টমেটো চাষে ব্যাপক সাড়া

সুনামগঞ্জের জগন্নাথপুরে অন্য শাক-সবজির সঙ্গে পাল্লা দিয়ে এবার মিষ্টি কুমড়া ও টমেটো চাষে ব্যাপক সাড়া পড়েছে। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি অধিদপ্তরের সার্বিক সহায়তায় মিষ্টি কুমড়া ও টমেটো চাষে উৎসাহিত হন কৃষকরা। 

এতে জমিতে উৎপাদিত হয়েছে বাম্পার ফলন। লাভবান হচ্ছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন অঞ্চলে লক্ষ্যমাত্রার অধিক জমিতে এবার শাক-সবজি আবাদ হয়েছে। 

২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত মিষ্টি কুমড়া ও টমেটো প্রদর্শনীভূক্ত জমি পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 

গত ৩০ ডিসেম্বর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ণকোনা এলাকায় কৃষকদের সঙ্গে কৃষি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক রকিব উদ্দীন ও কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব তসলিমা আহমেদ পলি। 

সভাপতিত্ব করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বিমল চন্দ্র সোম ও সঞ্চালনা করেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। সভায় সকল পতিত জমি আবাদের আওতায় আনতে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে।

টিএইচ