মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে : আব্দুস ছালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে : আব্দুস ছালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বলেছেন, দেশে যখনি ভোট হোক না কেনো বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে দেশের সাধারণ জনগণ, ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। 

এসময় তিনি আরও বলেন, আ.লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই, তারা দেশকে নরকে পরিণত করেছিলো, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে তাই ভারত আ.লীগকে এতোদিন ভোটবিহীন ক্ষমতায় বসিয়ে রেখেছিলেন। 

সোমবার (২৩ ডিসেম্বর) শহরের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক অ্যাড. শাহীন শওকত, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও ওবায়দুর রহমান চন্দন। এসময় জেলা বিএনপির  বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিএইচ