জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশের মানুষ যেন সঠিক স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসাসেবার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে এবং স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন ও বাস্তবায়ন করেছে সরকার।
গ্রাম পর্যায়েও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। যা বিগত বিএনপি-জামায়াতের আমলে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। স্বাস্থ্যসেবার মান কমিয়ে আনা হয়েছিল। মৃত্যুর হার বেড়ে গিয়েছিল।
বুধবার (১২ এপ্রিল) দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের “নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম একথা বলেন।
শেখ হাসিনার লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উল্লেখ করে আরও বলেন, স্বাস্থ্যসেবায় মানুষ সুন্দরভাবে বাঁচবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে চান প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, আমরা শাসক নই, সেবক হিসেবেই জনগণের জন্য কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ।
অরবিন্দ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ সচিব ও হুইপ ইকবালুর রহিমের একান্ত সচিব মোরার্জী দেশাই, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার প্রমুখ।
টিএইচ