সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জলাবদ্বতায় বাঁশের সাঁকো দুর্ভোগে মহল্লাবাসী

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

জলাবদ্বতায় বাঁশের সাঁকো দুর্ভোগে মহল্লাবাসী

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের ডাকবাংলোর উত্তর পাশের মহল্লায় অবস্থিত এই বাঁশের সাঁকোটি। মহল্লার লোকজনের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। জানা যায় বর্ষার পুরোটা সময় এই মহল্লায় প্রায় ৩০টি পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে নিদারুণ কষ্টে দিন পার করছে।

 পঁচা নোংরা  ময়লাযুক্ত পানির দূর্গন্ধে বসবাস করতে হচ্ছে মহল্লার লোকজনকে। জলাবদ্বতার কারণে স্কুলে মাদ্রাসায় যেতে চায়না স্কুলপড়ুয়া ছেলে মেয়েরা। ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছেনা এই মহল্লায় জলাবদ্ধতায় থাকে সারা বছরই। 

জলাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট এলাকায় মহল্লাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও  সারাদেশে ডেঙ্গু মশার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে এই বদ্ধ জলাশয়ে নিরবে বংশবৃদ্ধি করতে পারে ডেঙ্গু মশা। আতঙ্কে আছে এলাকার মানুষ। তাই জলাবদ্ধতা নিরসণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন অনেক জলাবদ্ধতা নিষ্কাশন করেছি বাকিটি ড্রেনেজ সিস্টেম করে পানি নিষ্কাশন করা হবে। সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মকুল জানান, উপজেলা চেয়ারম্যানের সাথে আলাপ হয়েছে জলাবদ্ধতার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

টিএইচ