সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জাজিরায় মুদি দোকানিকে জরিমানা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরায় মুদি দোকানিকে জরিমানা

শরীয়তপুরের জাজিরা উপজেলার নয়াবাজার ও দূর্বাডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ  মোবাইল কোর্ট  পরিচলনা করা  হয়। রোববার (১৭ মার্চ) এ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। 

রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার নানা ব্যবস্থা নিলেও মাঠপর্যায়ে পর্যালোচনায় তা কার্যকর করা যাচ্ছেনা। রমজানে খাদ্য মজুত ও উচ্চমূল্যের ব্যাপারে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা থাকলেও প্রায় দোকানে মানা হচ্ছেনা নির্দেশনা। 

এ বিষয়গুলো বিবেচনায় রেখে রোববার (১৭ মার্চ) জাজিরার দুটি বাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাজারের সব দোকানদারকে পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রয়ের বিষয়ে সতর্ক ও পরামর্শ প্রাদন করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনার সময় মূল্যতালিকা না থাকায় নয়াবাজারে একটি মুদির দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান আমার সংবাদকে বলেন, আমরা ইতোমধ্যে জাজিরা উপজেলার দুটি বাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের পরিচালনা করেছি। 

এসময় প্রাথমিকভাবে সব বাজারের দোকানদারদের পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রয়ের বিষয়ে সতর্ক ও পরামর্শ প্রাদন করি, মূল্যতালিকা না থাকায়  একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করি। রাষ্ট্রীয় ও জনস্বার্থে  অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ