বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

জাতীয় পরিচয়পত্র পরিষেবা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র পরিষেবা অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে সর্বস্তরের জনগণ নিয়ে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদসহ অন্য কর্মকর্তা ও কর্মচারিন অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে নাগরিকের ছবিসহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবেজের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়। নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আইডিই এ টু প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার জনবলের সাথে সরাসরি যুক্ত।

অথচ হঠাৎ করেই এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। এতে ভোটার তালিকা বিশুদ্ধতা হুমকির মুখে পরবে ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি করেন বক্তারা।

টিএইচ