বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘জাতীয় সরকার গঠনের মাধ্যমে ২৭ দফা বাস্তবায়িত করা হবে’

চট্টগ্রাম প্রতিনিধি 

‘জাতীয় সরকার গঠনের মাধ্যমে ২৭ দফা বাস্তবায়িত করা হবে’

সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ২৭ দফা বাস্তবায়িত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, ২৭ দফা নিয়ে কে কি বললো সেদিকে দেখার সময় নেই।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ ভিক্ষু সত্যপ্রিয় মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। ২৭ দফা নিয়ে কে কি বললো সেদিকে দেখার সময় নেই। এ সময় মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচ