রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জাফলংয়ে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

জাফলংয়ে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটক ময়মনসিংহের কোতোয়ালি থানার ডাক্তার আফতাব উদ্দিনের ছেলে জাওয়াদ আহমেদ (২৫)। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াদসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচ