শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

জামালগঞ্জে বেহেলী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি 

জামালগঞ্জে বেহেলী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জে বেহেলি উচ্চ বিদ্যালয়ে ফান্ডের জমাকৃত টাকা আত্মসাৎসহ মোটা অংকের টাকার বিনিময়ে অফিস সহায়ক, আয়া, নৈশ প্রহরী, কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। 

এসব অনিয়ম দুর্নীতির উল্লেখ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রতি রঞ্জণ পুরকায়স্তের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৬ জুলাই অভিযোগটি গ্রহণ করে জেলা প্রশাসন। 

অভিযোগে উল্লেখ করা হয় বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া, নৈশ প্রহরী ও কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব পদে যারা বেশি টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ দিতে আগে থেকেই প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থী ঠিক করে রাখেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হলেও ওই প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটিকে ব্যাপারটি অবগত করেন নি। 

বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই নানা অনিয়ম ও দুর্নীতি চলে আসছে উল্লেখ করে অভিযোগে আরও জানানো হয়- ২০১৭ সালে প্রধান শিক্ষক রতিরঞ্জণ বিদ্যালয়ের ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন উল্লেখ করে জামালগঞ্জ আদালতে একটি মামলা করা হয়, এখনো এসব অনিয়ম দুর্নীতি চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্মাল্যকান্তি রায়।
 
এ ব্যপারে বেহেলী উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক রতি রঞ্জণ পুরকায়স্তের কাছে জানতে চাইলে ব্যক্তিগত মুঠোফোনে বার বার কল করলে তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে তদন্ত করা হবে উল্লেখ করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন আমরা অভিযোগটা পেয়েছি, যদি মামলা থাকে তাহলে নিয়োগ পরীক্ষা আমরা স্থগিত করবো, পাশাপাশি সব অনিয়ম তদন্ত করে আমাদের নির্ধারিত আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করবো।

টিএইচ