শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

জামালপুরে গাড়িচালক শাহীন হত্যার বিচার দাবি

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে গাড়িচালক শাহীন হত্যার বিচার দাবি

জামালপুর পৌরসভার লাঙ্গল জেড়া এলাকার গাড়িচালক শাহীন আলম হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (২৪ মার্চ) পৌরসভার বোর্ডঘর এলাকায় সমাবেশের আয়োজন করেন তার পরিবার।

এসময় বক্তব্য দেন, নিহতের স্ত্রী জরিনা বেগম ও এলাকাবাসীর পক্ষে জিয়াউল হক। তারা বলেন, শাহীন আলম এর আগে মাংসের ব্যবসা করতো, সে সুবাদে আশপাশের এলাকায় কোন গরু চুরি হলে তার নামেই মামলা হতো। পরে জামালপুর আদালতে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হতো।

এ সত্ত্বেও ছয়মাস আগে লাঙ্গলজোড়া এলাকার লুৎফর রহমান নামে একজন পুলিশ সদস্যের দুটি গরু চুরি হলে তিনি লুৎফর রহমান শাহীন আলমকে গরুচোর সন্দেহে শাহীন আলমকে প্রাণনাশের হুমকি দেন। পরে গত ১৮ মার্চ ৬নং আদারভিটা ইউনিয়নের পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পার্শ্বে খালি জায়গায় থেকে তার মরদেহ উদ্ধার হলে  থানায় গিয়ে শাহীন আলমের স্ত্রী জরিনা বেগম লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফায়সালা মো.আতিক বলেছেন নিহতের নামে একাধিক মামলা ছিল, তারপরও ঘটনাটি তদন্ত সাপেক্ষ আমরা দেখছি।

টিএইচ