শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

জামালপুরে পরিত্যাক্ত মর্টার শেল বিস্ফোরণ ঘটালো সেনাবাহিনী

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পরিত্যাক্ত মর্টার শেল বিস্ফোরণ ঘটালো সেনাবাহিনী

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কোজগড় এলাকায় পরিত্যাক্ত একটি মর্টার শেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মুনতাছির নেতৃত্ব দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটান। 

পুলিশ সূত্র জানায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় একটি আলুর ক্ষেতে গত সোমবার  পরিত্যাক্ত অবস্থায় একটি মর্টার শেলের সন্ধান পায় স্থানীয়রা। 

পরে বিষয়টি  আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, সদর থানার ওসি মহব্বত কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে গত সোমবার রাতে  নিরাপত্তার জন্য পুুরো এলাকাটি ঘিরে রাখার ব্যাবস্থা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে। 

পরে মঙ্গলবার (৯ জানুয়ারি) ঘটনাস্থলে সেনাবাহিনীর বিস্ফোরক টিমের ক্যাপ্টেন মুনতাছিরের নেতৃত্বে একটি দল এসে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটান। 

এসময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা মো. আশরাফ হোসেন, র্যাব ১৪ জামালপুর কর্মকর্তা মেজর মো. আবরার ফয়সাল সাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিত্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবিরসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে ক্যাপ্টেন মুনতাছির বলেন, মর্টার শেলটি অনেক পুরোনো এটা মুক্তিযোদ্ধকালীনে ব্যবহার হতো, এটা নতুন কোন বিস্ফোরক যন্ত্র নয়। তবে নির্বাচনি কেন্দ্রের সামনে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা যন্ত্রটি রেখেছিল বলে ধারনা করা যেতে পারে।

টিএইচ