সব স্তরের পদোন্নতিসহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়ন জামালপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার (২৩ এপ্রিল) উপপরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পিডিবিএফ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জোসেফ হোসেন, কার্যকরী সদস্য মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সদস্য মো. মাজহারুল ইসলাম। এ সময় বক্তারা সব স্তরের পদোন্নতিসহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান।
টিএইচ