বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

জামালপুরে বাড়ি ভাংচুরের অভিযোগে একজন আটক

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে বাড়ি ভাংচুরের অভিযোগে একজন আটক

জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকায় জিন্নাত রেহেনাদের  দখলকৃত জমিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, ফারুক হোসেন, রাজা মিয়া, ফেরদৌস, রঞ্জু, হাবিব, খন্দকার আবু, মো. ফাহাদ, সম্পা, বিনা, ইতি, মেডিন, নিবির।

বুধবার (৫ মার্চ)  বাদি হয়ে এ মামলা করেছেন জিন্নাত রেহেনা। মামলা সূত্র জানায়, তাদের মাতৃসূত্রে প্রাপ্ত মুন্সিপাড়া ফুলবাড়িয়া মৌজার সাড়ে সাত শতাংশ জমি যথারিতি বিআরএস রেকর্ডভুক্ত হয়ে জমা খারিজ সম্পন্ন করেন। পরে এই জমিতে টিন দিয়ে সীমানা প্রাচীরসহ একটি চালা ঘর নির্মাণ করে জিন্নাত রেহেনারা বসবাস করছিলেন।

ঘটনার দিন বুধবার আসামিরা দলবল নিয়ে এসে জিন্নাত রেহেনাদের ঘর বাড়ি ভাংচুর করে। এ ব্যাপারে খন্দকার আবু বলেন, জিন্নাত রেহেনারা আমাদের ফুফাত বোন লাগে, ওদের এই জমি ১৯৮৪ সালে বন্টননামা করে তারা নিসত্ত্ববান হন।

ওহেতুক এলাকার একটি মহল ফায়দা লুটার জন্য আমাদের নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে। ভাংচুরকালে আহত হয়েছে জিন্নাত রেহেনা, বোন খালেদা আক্তার ও আজমীরা আক্তার। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় খন্দকার আবুকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক জানান, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ