বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জাল টাকা বহনের দায়ে নারীর কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

জাল টাকা বহনের দায়ে নারীর কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহন করার দায়ে বিউটি রানী (৩৭) নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের করাদণ্ড প্রদান করা হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) ঝালকাঠির বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ ২য় আদালত) মো. আমিরুল ইসলাম এ রায় প্রদান করেন।

আসামি বিউটি রানী কাঁঠালিয়া উপজেলার শৈলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের মেন্ডিস খরাতি ওরফে (জয়ন্তর স্ত্রী)। রায় ঘোষণার সময় আসামি বিউটি রানী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাটি বাজার থেকে আসামি বিউটি রানীকে ২১ হাজার টাকার জাল নোটসহ আটক করে। এ সময় আসামি বিউটি রানী জনৈক সুবর্ণা রানীকে ধারের টাকা পরিশোধ করার জন্য ওই ২১ হাজার টাকা দিয়েছিল। 

সুবর্ণা রানীর সন্দেহ হলে পুলিশে খবর দিয়ে আসামি বিউটি রানীকে ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই দিন রাতে রাজাপুর থানার এসআই মো. মাসুদ রানা বাদী হয়ে জাল টাকা বহন করার দায় একটি মামলা করেন। রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পালোয়ান ওই বছরের ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। 

আদালতে ১২ জনের সাক্ষীর ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সঞ্জীব কুমার বিশ্বাস। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আল আমিন হাওলাদার।

টিএইচ