বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভবন এবং ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন এবং ভর্তি কার্যক্রমের উদ্বোধন শেষে ওই প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  দেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পাটিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের (মাধ্যমিক -২) অতিরিক্ত সচিব রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। আরও বক্তব্য দেন গণ উন্নয়ন কেন্দ্রের উপদ্ষ্টো বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসাদুজ্জামান সোবাহানী, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক অ্যাড. আনিছুজ্জামান খাঁন বাবু, নির্বাহী কমিটির সদস্য সচিব শামীমা মাহমুদা ইয়াসমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। 

তিন যুগেরও বেশি সময় ধরে উপানুষ্ঠানিক, প্রাক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে গণউন্নয়ন কেন্দ্র যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

টিএইচ