শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
চাহিদার তুলনায় প্রায় সাড়ে ৬ হাজারের বেশি পশু মজুদ 

জীবননগরে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জুড়ে ব্যস্ত সময় পার করছেন গরু খামারি ও ব্যবসায়ীরা। গবাদী পশু মোটাতাজাকরণ করতে ছোটবড় খামারীরা ইতি মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। এ অঞ্জলে ছোট বড় খামারিরা রমজানের ঈদের পরপরই শুরু করেন গবাদীপশু লালন-পালনে প্রস্তুতি। 

বছর জুড়ে স্থানীয় হাটবাজার থেকে কেনা ভুসি, খৈল, ঘাস ও খড় গবাদী পশুর স্বাভাবিক খাবারের তালিকায় অন্তরভূক্ত থাকলেও আসন্ন কোরবানি ঈদের বাকী এ কয়দিন ছোটবড় খামারিরা গবাদী পশুর খাবারের রুচি বাড়ানোর জন্য বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ায়। তবে গত বছরের তুলনায় এ বছর গোখাদ্যের দাম দ্বিগুন হওয়ায় পশুর দামও বিক্রি নিয়ে আশঙ্কায় আছেন খামারিরা।

জীবননগর উপজেলাটি একেবারে সীমান্ত ঘেষা হওয়ায় রাতের আধারে চোরা পথে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করা নিয়ে আতঙ্কের মধ্যে আছেন স্থানীয় গরু পালনকারী ও খামারিরা। ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করলেই লোকসান গুনতে হবে খামারিদের। এতে দেশীয় পশুর বাজার ক্ষতিগ্রস্তের পাশাপাশি সরকারও রাজস্ব আয়ে বিপর্যয়ের সম্মুখিন হবেন বলে অভিমত ব্যবসায়ীদের।

জীবননগর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্য মতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবোনির জন্য উপজেলায় গরু ১৬ হাজার ২৫১টি, মহিষ ৫৪টি, ছাগল ২৪ হাজার ২৫০টি এবং ভেড়া ৩ হাজার ১০০টি প্রস্তুত করা হয়েছে। এবছর উপজেলায় চাহিদা রয়েছে ৩২ হাজার ৮৬৮টি পশুর। এ উপজেলায় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে পশু বিক্রয় করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

 জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের খামারি নাহিদ হোসেন জানান, তার খামারে ছোট বড় মিলে ১৬টি গরু আছে যার প্রতিটির দাম ১ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা। ইতোমধ্যেই গরু বিক্রির জন্য তারা প্রস্তুত। তবে গত বছরের তুলনায় এ বছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার কোরবানি পশুর দাম বেশি হবে বলে জানান।

জীবননগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, জীবননগর উপজেলার প্রতিটি খামারিদের দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের বিষয়ে কাজ করছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। যদি কোন খামারি অসৎ উপায়ে গরু মোটাতাজা করে থাকে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

গত বছর এ উপজেলার পশু কোরবানি হয়েছিল প্রায় ২৬ হাজার ৫শ। তবে এ বছর কোরবানির জন্য উপজেলায় মজুত আছে ৪৩ হাজার ৮২৪টি পশু। গরু বাদেও অন্য পশু মিলে এবার জীবননগর উপজেলায় ৩২ হাজার ৮৬৮টি পশুর চাহিদা রয়েছে।

টিএইচ