সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জীবননগরে বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে বাসের ধাক্কায় রহম আলী নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) জীবননগর পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহম আলী (৯৫) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঠ পাড়ার মৃত এলাহী বক্সের ছেলে। 

জীবননগর কেডিকে ইউপি সদস্য রুবেল হোসেন জানান, সকালে বাড়ি থেকে সাইকেলে তিনি জীবননগর বাজারে যাচ্ছিলেন। পথে জীবননগর পশু হাসপাতালের কাছে পৌঁছলে জীবননগর থেকে হাসাদাহগামী ফাহিম ফয়সাল নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, ঘাতক বাস আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে, চালক ও সহকারী পলাতক। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

টিএইচ