রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবিতে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারে মানববন্ধন করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ও নজরুল স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) চরদুয়ানী বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অর্ধশতাধিক স্থানীয় সচেতন নাগরিকসহ কাঁঠালতলী ও চরদুয়ানী ইউনিয়নের ক্লাইমেট গ্রুপ, ইয়ুথ গ্রুপ ও নারী দলের সদস্যরা অংশ নেন। আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করতে হবে এ প্রতিপাদ্য বিষয়ে নিয়ে ও জীবাশ্ম জ্বালানি বন্ধে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা নিয়ে মানববন্ধনে বক্তারা বক্তব্য দেন।

চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের প্রকল্প সমন্বয়কারী তাজমেরী জাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক ঝুঁকি, এ ঝুঁকি মোকাবেলায় প্রতিটি ধনি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তাছাড়া আমরা যারা ছোট রাষ্ট্র আছি, সেই সব রাষ্ট্রপ্রধানদের ওইসব ধনী রাষ্ট্রদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে জলবায়ু পরিবর্তনে উদ্যমি কাজ করতে হবে। এছাড়াও সচেতনমূলকভাবে জনগণের অংশগ্রহণ বাড়াতে কাজ করতে হবে।

টিএইচ