বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা রাজবাড়ীতে মেয়রের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা রাজবাড়ীতে মেয়রের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে নেতাকর্মীদের নিয়ে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আমার সংবাদসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। 

মেয়রের এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা করেছেন গোয়ালন্দ পৌরসভার নছরদ্দিন সরদারপাড়ার মৃত মালেক শেখের ছেলে মো. শহিদ শেখ।

মামলায় অভিযোগে বাদী শহিদ শেখ বলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাধা-নিষেধ উপেক্ষা করে পায়ে জুতা পরা অবস্থায় প্রভাব খাটিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোয়ালন্দ পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। 

স্বেচ্ছাকৃতভাবে জুতা পরে তার অশ্লীল কার্যের মধ্যে পড়ে এবং দৃশ্যমান কল্পমূর্তির প্রতিচ্ছবি বা কার্য ঘটায় বাংলাদেশের স্বীকৃত ও গর্বিত স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা ও অবমাননা সৃষ্টি করেছে। বিষয়টি মরোণোত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শকাতর মানহানির শামিল। 

বিষয়টি বাঙালি জাতি ও দেশবাসীর জন্য গভীর দুঃখ ও বেদনার এবং পাশাপাশি অনুরূপ অবমাননা। একই সঙ্গে স্বদেশ ও বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে তিরস্কার ও অট্টহাসিতে খাটো করেছে। এতে বাদীর অনুভূতিতে যথেষ্ট আঘাত করেছে। বিষয়টি বিচার দাবি করেন।  

এ বিষয়ে গোয়ালন্দ পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডলের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আসেন সরেজমিন দেখে যান ওখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে কিনা। আর বিষয়টি আমার শত্রুরা এগুলো করছে।

টিএইচ