বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জেলা পুলিশ সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন এসপি

কুড়িগ্রাম প্রতিনিধি 

জেলা পুলিশ সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন এসপি

কুড়িগ্রামে জেলা পুলিশের ২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন পুলিশ সুপার  আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। মঙ্গলবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ সুপারের  কার্যালয়ে এ পদোন্নতি ও র্যাংক ব্যাজ পড়ানো হয়েছে। 

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে  কনস্টেবল হতে এটিএসআই পদে ফারুক আহম্মেদ ও এটিএসআই হতে টিএসআই পদে মো. আব্দুল মজিদকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম পুলিশ সুপার।

পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সদাশয় সরকারের উন্নয়নের আলোকে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী ও রিজার্ভ অফিসের আরও-১ মো. ফরহাদ হোসেন। 

টিএইচ