চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উপজেলা ও পৌরসভাসহ ১০ ইউনিট যুবলীগের কমিটি গঠনে সিভি জমা নেয়া শেষ হয় গত বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে পারে নাই, এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত ও মাদক সংশ্লিষ্টরাও সিভি জমা দিয়েছেন।
সিভি জমা নেয়ার ক্ষেত্রে কোন নিয়মনীতি না থাকায় ইচ্ছে মতে সিভি জমা দিয়েছেন। অতীতের যুবলীগের চেয়ে বর্তমান যুবলীগ স্মার্ট শিক্ষিত ও মানবিক যুবলীগ হিসেবে পরিচিত লাভ করেছে।
তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি জমা দেয়ার মধ্যে এখন থেকে যারা দৌড়ঝাঁপ শুরু করেছেন অধিকাংশ অশিক্ষিত চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত। এতসব কিছু ছাপিয়ে টাকার উপর ভর করে সভাপতি সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা।
বিভিন্ন সূত্রে জানাগেছে, গঠিত হতে যাওয়া ইউনিট কমিটি নিয়ে গোয়েন্দা রিপোর্ট প্রয়োজন হচ্ছে না।
স্থানীয় এমপি ও প্রভাবশালী এবং কেন্দ্র রিলেটেড নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণে একচেটিয়া জনপ্রিয় ও ক্ষমতাধর এক মন্ত্রীর প্রেসক্রিপশনে নির্বাচিত হবে সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের ফাইনাল লিস্ট যাবে কেন্দ্রে। তাদের মন গলাতে অশিক্ষিত চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতরা টাকার বস্তা নিয়ে গোড়াগুড়ি করছেন।
আবার এদের অনেকের জন্য স্থানীয় এমপি ও আ.লীগ নেতারা জোর তদবির চালাবেন বলে জানাগেছে। অশিক্ষিত, চাঁদাবাজ ও মাদক সংশ্লিষ্টদের প্রথম টার্গেট সভাপতি ও সাধারণ সম্পাদক। এ দুই পদে ভাগ বসাতে না পারলে ভাইটেল পদ বা কমিটির যে কোন পদে বসবেন।
এছাড়া প্রবাসী কম বয়সী এবং দামি গাড়ি বাড়ির মালিকও সিভি জমা দিয়েছেন। তাদের পদে বসাতে মরিয়া হয়ে উঠেছেন অনেকে। তৃণমূল যুবলীগ বলছেন, অশিক্ষিত চাঁদাবাজ ও মাদক সংশ্লিষ্টসহ কোন অযোগ্যকে পদে বসালে তৃণমূলের যুবলীগকে গলাটিপে হত্যা করা হবে। এরজন্য গোয়েন্দা রিপোর্ট নেয়া হোক।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম বলেন, সকল যোগ্যতার সাথে শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো। যুবলীগে শিক্ষাগত যোগ্যতার তেমন প্রভাব পড়েনা।
আবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর বলেন, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে। ভূমিদস্য, সন্ত্রাসী, মাদক কারবারিসহ অভিযুক্ত কাউকে পদে বসানো হবে না। দলের জন্য যাদের ত্যাগ তাদের মূল্যায়ন করা হবে।
কমিটি ঘোষণার আনুমানিক সময় প্রসঙ্গে বলেন, কেন্দ্র সিভি নেয়ার নির্দেশ দিয়েছেন তাই সিভি নেয়া হয়েছে। কেন্দ্র সম্মেলনের তারিখ ঘোষণা করলে সম্মেলন করা হবে। প্রায় ১৭৩-১৭৪ সিভি জমা পড়েছে বলে জানান।
টিএইচ