বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
The Daily Post

জৈন্তাপুরে বিজিবির মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প

সিলেট ব্যুরো

জৈন্তাপুরে বিজিবির মতবিনিময় ও মেডিক্যাল ক্যাম্প

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আয়োজনে জৈন্তাপুরে মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে এ মতবিনিময় সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ফারুখ হোসেনের পিবিজিএম সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

মতবিনিময় সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে সুরক্ষা ও মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেয়া হয়। বক্তব্যে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা অব্যাহত আছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্ত ঘেঁষা এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত অতিথিরা শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে পূর্বের মতো পাথর কোয়ারী খুলে দেয়ার বিষয়টি বিজিবির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নেয়ার আহ্বান জানান। তারা বলেন, কোয়ারী বন্ধ থাকায় সীমান্তে চোরাচালান বেড়ে গেছে। 

এ উপজেলার সিংহভাগ শ্রমিক পাথর উত্তোলনের কাজে জড়িত। এখন পাথর উত্তোলনের অনুমতি না থাকায় তারা বাধ্য হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাচ্ছে। যার ফলে প্রাণহানিসহ ভারতে আটকের ঘটনা ঘটছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, মোস্তাক আহমেদ চৌধুরী, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

টিএইচ