সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাট দস্যু চক্রের মুলহোতাসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট দস্যু চক্রের মুলহোতাসহ আটক ৩

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে দস্যু চক্রের মুল হোতাসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্প্রতিবার (৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভাদশা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দস্যু চক্রের মুলহোতা জয়পুুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মুনছুর আলী (৩৪), গোপালপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে বেলাল হোসেন ওরফে সাজু (৪০) ও একই গ্রামের আলম হোসেনের ছেলে মামূনূর রশিদ ওরফে মামুন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, চক্রের মুলহোতা মুনসুর আলীসহ তার অন্য সহযোগীরা মাদকাক্ত ছিলেন। মাদকের টাকা জোগার করতেই তারা চুরি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক অপরাধের সঙ্গে জড়িত ছিল। 

ঘটনার দিন উপজেলার ভাদশা ইউনিয়নের ঘোষপাড়া গুচ্ছ গ্রামের শিম গাছের মাচার নিচে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অযিান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

টিএইচ