বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে এনসিপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এনসিপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবাররা, ছাত্র -শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় জেলা সংগঠক ওমর আলী বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা রাশেদুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন জুলাই আগস্টে শহীদ বিশালের সম্মানিত পিতা মজিদুল সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, আইডিইবির কেন্দ্রীয়  সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন।

আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ফিরোজ আলমগীর, আশরাফুল ইসলাম, গোলাম কবির ও সাহানাজ পারভীনসহ অন্য নেতারা।

টিএইচ