শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে কমিটি বাতিল দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কমিটি বাতিল দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীরা। এ দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটারমোড় হয়ে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম ও রিমু হোসেন। এ সময় শিক্ষার্থী শাকিল ইসলাম, শাহিন হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রিমু হোসেন বলেন, এই কমিটি করে ছাত্রলীগের পুনর্বাসন করা হয়েছে। সদস্য সচিবের গুরুত্বপূর্ণ পদে বিগত ১৬ বছরে যারা ছাত্রলীগের দালালি করেছে, ডামি নির্বাচনে সহায়তা করেছে, তাদের নিয়ে এই কমিটি দেয়া হয়েছে। এতোই আকাল পড়েছে যে ছাত্রলীগ দিয়ে কমিটি দিতে হবে?

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার পরের দিন ২৬ ফেব্রুয়ারি শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কমিটি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

টিএইচ