ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক জনমত জরিপ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল থেকে দিনব্যাপী শহরের পাঁচুরমোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক ইঞ্জি. গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর, মো. গোলাম কবীর ও ওমর আলী বাবু, পাঁচবিবি উপজেলা সংগঠক তাজরুল ইসলাম, মোরসালিন, কালাই উপজেলা সংগঠক রাশেদুজ্জামান আল হাসান, আক্কেলপুর উপজেলা সংগঠক শিহাবুল ইসলাম জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলামসহ অন্যরা।
টিএইচ