সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট  প্রতিনিধি 

জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাটের গঙ্গাদাসপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বিদ্যুতকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের চৌকস আভিযানিক দল গত শনিবার দিবাগত রাতে গঙ্গাদাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। 

রোববার (৭ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামি ফারুকের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। 

গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় বিদ্যুতকে গ্রেপ্তার করার সময় ফারুক কৌশলে পালিয়ে যায়। মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ