সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে মাদকাসক্ত স্কুল শিক্ষার্থীকে খুন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদকাসক্ত স্কুল শিক্ষার্থীকে খুন

জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় আব্দুর রহমান নামে (১৩) নামে এক মাদকাসক্ত স্কুল শিক্ষার্থীকে মঙ্গলবার (৩০ মে) ভোরে কুপিয়ে হত্যা করা হয়। 

নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার সগুনা চারমাথা এলাকার দুলু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত।
 
জয়পুরহাট সদর থানার ওসি জানান- মাদকাসক্ত রহমানকে পরিবারের সদস্যরা ২ বছর আগে জয়পুরহাট শহরের গুলমান মোড় এলাকার এনএ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। ওই মাদকাসক্ত কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ মে) ভোরে কিছু সংখ্যক দূর্বৃত্ত শিশুটিকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিরুদ্দেশ রয়েছে, তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। 

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, ওই মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর (৩০) নামে একজন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে আটকের পর জ্ঞািসাবাসহ তদন্ত শেষে রহমানের মৃত রহস্য জানা যাবে বলেও জানান ওসি।

টিএইচ