ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে নওগাঁ এবং জয়পুরহাট জেলার ০৬টি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে লার্নিং এন্ড ফিডব্যাক শেয়ারিং ওয়ার্কশপ ব্র্যাক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষকদের নিয়ে লার্নিং এন্ড ফিডব্যাক শেয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা আবুল হোসেন কায়েস এবং অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধূরী সূত্রধর।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. নীহার পারভীন, জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মাহফুজা খাতুন, জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমি এবং সম্রাট হোসেন।
টিএইচ