সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে সরকারি চাল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি  

জয়পুরহাটে সরকারি চাল জব্দ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৌসুমী বাজার এলাকা থেকে সরকারি বস্তায় ৬৯০ কেজি চাল জব্দ করা হয়েছে। ড়শ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জিন্নাতুল আরা চালগুলো জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদপুর মৌসুমী বাজার এলাকার একটি বাড়ির সামনে সরকারি বস্তায় করে কিছু চাল পাচার করা হচ্ছে। এমন খবর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জিন্নাতুল আরাকে দেয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল পান। 

তবে চালগুলোর কোনো মালিক ছিল না। পরে চালগুলো জব্দ করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৯০ কেজি চাল ছিল। চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জিন্নাতুল আরা বলেন, চালের কোনো মালিক পাওয়া যায়নি। পরিত্যক্ত হিসেবে চালগুলো জব্দ করা হয়েছে। চালগুলো স্থানীয় পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

টিএইচ