সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কার্যকরি কমিটি ভেঙে ৫১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গত মঙ্গলবার শহরের থানা রোডের শিক্ষক সমিতির অফিস কক্ষে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ও সহকারী শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. ওবায়দুল ইসলামকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  আহ্বায়ক কমিটি পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সভায় বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান শিক্ষক জাফরিন ফারজানা শিমুল, মিঞা আসাদুজ্জামন, ফেরদৌসী বেগম, দিলিপ কুমার রায়, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আসাদুজ্জামান খান, মিজানুর রহমান, কাজী রুহুল আমিন ও মামুনুর রশিদসহ অনেকে। 

বক্তারা বর্তমান পরিস্থিতে শিক্ষক সমিতির নেতারা গা’ঢাকা দেয়ায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে একটি আহ্বায়ক কমিটি গঠনের পক্ষে মত প্রকাশ করেন।

টিএইচ