বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে আনারস প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে যখম

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আনারস প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে যখম

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের দুই কর্মীকে পিটিয়ে ও কুপিয় যখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। 

সোমবার (২০ মে) সদর উপজেলা শেখেরহাট ইউনিয়নের বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত লাভলু খান ও জসিম হাওলাদারক ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা জানায়, কাপ পিরিচ প্রতীকের কর্মীরা সোমবার (২০ মে) টাকা দিয়ে ভোট কেনার জন্য বংকুরা গ্রামে ঢুকলে বাঁধা দেয় আনারস প্রতীকের কর্মীরা। 

এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কাপ পিরিচ প্রতীকের কর্মী শুভ্র খানের নেতৃত্বে আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা চালানো হয়। তারা পিটিয়ে ও কুপিয়ে আনারস প্রতীকের কর্মী লাভলু খান ও জসিম হাওলাদারক আহত করে। 

এ ব্যাপারে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী নুরুল আমিন খান সুরুজ বলেন, আমি গরিব প্রার্থী। আমার কর্মী সমর্থকরাও গরিব। আমার পক্ষে কাউকে টাকা দেয়া হয়নি। একটি মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

ঝালকাঠি থানার এসআই মো. আরেফিন বলেন, দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিএইচ