বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ ৫৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। 

গত সোমবার রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এজাহার দায়ের করেন। 

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয় যারা নেতৃত্ব দেন ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু।

দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে গত সোমবার রাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ