সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়েছে দুর্বৃত্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়েছে দুর্বৃত্ত

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স সাজমিন জাহানকে (৩৮) কুপিয়েছে এক দুর্বৃত্ত। সাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী।

মঙ্গলবার (২২ আগস্ট) ঝালকাঠি মা ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত সিনিয়র নার্স বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী সিনিয়র নার্স সাজমিন জাহান নিজেই ঝালকাঠি সদর থানায় অভিযোগপত্র দাখিল করেছে।

থানায় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, আমি ঝালকাঠি সদর হাসপাতালের কোয়াটার্সে আমার পরিবার নিয়ে বসবাস করি। প্রতিদিনের ন্যায় আমি সকালে হাসপাতালের ক্যাম্পাসে হাটতে বের হই। আমি হাসপাতাল ক্যাম্পাসে হাটতে থাকিলে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার গামছা দিয়ে মুখ বাধা ছিলো আমাকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। 

আমি তার কু-প্রস্তাবে রাজি না হলে ওই ব্যক্তি একপর্যায়ে আমাকে চাকু বের করে ভয়ভীতি দেখায় এবং আমাকে টানা হেচড়া করে। আমি ডাকচিৎকার করলে ওই ব্যক্তি চাকু দিয়ে আমাকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। 

এ বিষয়ে সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ