শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ঝালকাঠি জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 

গত শনিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় মধ্যহ্নভোজ শেষে মূলধারার টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

এতে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদারকে আহ্বায়ক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন— যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রতন আচার্য্য, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম রেজা, এসএ টিভির জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধা চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মঈনুল হক লিপু, জিটিভির জেলা প্রতিনিধি মো. শহীদুল আলম ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতীন নাঈম দীপ।

টিএইচ