সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস দুর্ঘটনায় ১৭জন নিহত হওয়া সেই বাশার স্মৃতি বাসটির চালক মোহন খানকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব-৮। 

এ ঘটনায় মামলার পর বাসচালক ও সুপারভাইজার দুইজন র্যাবের হাতে গ্রেপ্তার হলেন। এখনো পালাতক রয়েছেন বাসচালকের সহকারী আকাশ ওরফে বুলেট। 

গত মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার (২৬ জুলাই) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত শনিবার ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি বাস ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় ঝালকাঠি সদর থানার পুলিশের পক্ষ থেকে তিনজনকে আসামি করে গত রোববার রাতে সড়ক পরিবহন আইনে এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন। মামলা নং- ১৪। 

টিএইচ