ঝালকঠিতে নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ১১দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও র্যালি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঝালাকঠি শাখা। নারীর প্রতি সহিংসতা: বন্ধ করুন, এখনই! এই শিরোনামে রোববার (১৬ মার্চ) সনাক ঝালকাঠির উদ্যোগে ঝালকাঠি ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ মানববন্ধন ও র্যালি আয়োজন করা হয়।
এসময় সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তর সভাপতিত্বে সনাক, ইয়েস, এসিজি সদস্য ও টিআইবির কর্মীরা, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘শুধু নারী ও শিশু নির্যাতনকারীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলেই হবে না, এই অপরাধের সঙ্গে সংযুক্ত থাকবে, উৎসাহিত করবে, অপরাধের পরিবেশ সৃষ্টি করবে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
অপরাধীদের আমরা যদি ঘৃণা করি, সামাজিকভাবে বয়কট করি তবে হয়তো কিছুটা দমন করা সম্ভব হবে। আর নারী ও শিশু নির্যাতনকারীদের বিচার যাতে দ্রুত হয় সে ব্যবস্থা করতে হবে।
ইয়েস গ্রুপের সহ দলনেতা আরিফুল ইসলাম আকাশের সঞ্চালনায় মানববন্ধনে ১১দফা দাবি সম্বলিত টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি রাবেয়া কবীর ও সনাক সদস্য কবিতা হাওলাদার।
এসময় আরও বক্তব্য রাখেন, ইয়েস গ্রুপের দলনেতা মো. শাহরিয়া পাপন, ইয়েস সদস্য সাহারা ফেরদৌস লায়লা, সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
টিএইচ