যশোরের ঝিকরগাছার গদখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ০২ জন আহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ঝিকরগাছার গদখালীর নবীনগর বাজারে গদখালী থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও বিপরীত দিক থেকে আসা ৯৯৯ নাইনের আওতাভুক্ত একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন মারা যায় এবং দুজন আহত হয়েছে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান।
নিহত তিনজন হলেন, মোছা. নাজমা খাতুন, স্বামী জেহের আলী গ্রাম:-গদখালি, মো. বাবলু, পিতা: জামাল সরদার, গ্রাম: সৈয়দপাড়া, মোছা. রত্না খাতুন, পিতা: হাসান ইশবাল, গ্রাম : বামন আলী।
অপরদিকে এ ঘটনায় আহত দুজন হলেন, মোছা. হালিমা খাতুন, মো. হাসান ইকবাল। দুর্ঘটনায় নিহত মোছা. রত্না খাতুন হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে। সকলের থানা ঝিকরগাছা।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ পরিচালনা করি। অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়িসহ পালিয়ে গেছে আমরা তাকে দ্রুত আটকের চেষ্টা করছি।
টিএইচ