বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ঝিনাইগাতীতে খরায় আমন চাষ নিয়ে হতাশা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

ঝিনাইগাতীতে খরায় আমন চাষ নিয়ে হতাশা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার বেশির ভাগ লোক কৃষক। কৃষকদের উৎপাদিত ফসল দিয়ে তাদের খাদ্য চাহিদা পূরণ করে এবং বাড়তি ফসল বাজারে বিক্রি করে। এই বাড়তি ফসল দেশের খাদ্য চাহিদায় যুগান্তকারী ভূমিকা রাখে। 

চলতি আমন ফসল খরার কবলে পরায় কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। কারণ আমন চাষের উপযুক্ত সময় চলছে কিন্তু বৃষ্টি না থাকায় শত শত একর জমি এখনো কৃষকেরা চাষ করতে পারেনি। যদিও কিছু জমি আগে কৃষকরা রোপণ করেছে বর্তমানে পানি না থাকাই ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে।

 ১-২ সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে ঝুঁকির মধ্যে পড়বে চলতি আমন মৌসুম। ঝিনাইগাতী উপজেলায় প্রতিবছর ১৪-১৫ হাজার হেক্টর আমন চাষ হয়। এই ১৪ থেকে ১৫ হাজার হেক্টর এর প্রায় অর্ধেক ফসল কৃষকরা বাজারে বিক্রি করে। আর এই অর্ধেক ফসলের ধান দেশের খাদ্য চাহিদায় যোগান দিয়ে থাকে।

 আর কৃষকরা বাড়তি ফসল বিক্রি করে নিজেদের বিভিন্ন চাহিদা পূরণ করে। বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক মাস ধরে বৃষ্টি হচ্ছে না। ফলে দেখা দিয়েছে মারাত্মক খরা। এমন অবস্থায় ওই এলাকার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। কারণ ওই এলাকার কৃষকদের আয়ের আর অন্য কোনো পথ নেই। 

উৎপাদিত ফসলই তাদের একমাত্র ভরসা। যদি কৃষকরা চলতি এমন ফসল উৎপাদন করতে না পারে তাহলে ওই এলাকার অধিকাংশ কৃষক পরিবার চরম দুর্দশার মধ্যে পড়বে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানান, এখনো সময় আছে আবহাওয়া অনুকূলে এলেই বৃষ্টিও হবে। আশা করি আল্লাহর রহমতে বৃষ্টি হলেই কৃষক তাদের ফসল রোপণ করতে পারবে। এবং ঝুঁকি কাটিয়ে আমন চাষ করতে পারবে। এখনো আমন চাষের যথেষ্ট সময় আছে হতাশ হওয়ার কিছু নেই।

টিএইচ